চুয়াডাঙ্গার ভিমরুল্লায় মারামারিতে উভয়পক্ষের আহত ৭

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভিমরুল্লায় মারামারিতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মনিরুল ও তার চাচাতো ভাই সাইজুর রহমানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। একই পক্ষের তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপরপক্ষের দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তারা কোথায় চিকিৎসা নিয়েছেন তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।
জানা গেছে, ভিমরুল্লার সানোয়ার হোসেনের ছেলে দেলোয়ার সকাল ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। বাড়ির পাশে হাঁস দেখে হর্ন বাজাতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচা আব্দুল মজিদ এসে থাপ্পড় মারেন। এ নিয়ে বিকেলে শুরু হয় দুপক্ষের মারামারি। এতে দেলোয়ার হোসেন ও তার ভাই মনিরুরসহ পিতা সানোয়ারসহ চাচাতো ভাই সাইজুর আহত হয়। এদেরকে নেয়া হাসপাতালে। সাইজুর এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আমি ঠেকাতে গেলে আমার হাতে আঘাত লাগে। মনিরুলের মাথায় গুরুতর জখম হয়েছে।

Leave a comment