গাংনীতে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত

 

গাংনী প্রতিনিধি: খাসজমির দখল নেয়াকে কেন্দ্র করে মেহেরপুর গাংনীর ভোমরদহ গ্রামে গর্ভবতী নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন- ভোমরদহ গ্রামের কবিরুল ইসলাম (৩৫), তার গর্ভবর্তী স্ত্রী রেনু খাতুন (২৮), কবিরুলের ভাই মাহবুল ইসলাম (৩২) ও অপর ভাই শফিরুল ইসলামের স্ত্রী প্রমি খাতুন (৩০)। গত সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহতরা সকলেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কবিরুল ইসলাম জানান, আমাদের কেনা জমির পাশে দু শতক খাসজমি দখলে নেয়ার জন্য প্রতিপক্ষ উজ্জ্বল হোসেন, উকচাঁদ আলী, জাব্বার আলীসহ তাদের লোকজন দীর্ঘদিন যাবত ফ্যাঁসাদ চালিয়ে আসছেন। গত সোমবার সন্ধ্যার দিকে আমি ও আমার গর্ভবতী স্ত্রী রেনু খাতুন জমির পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ প্রতিপক্ষের উজ্জ্বল হোসেন ও উকচাঁদের নেতৃত্বে তাদের লোকজন লাঠিসোঁঠা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে আমার স্ত্রীকে মারপিট শুরু করে। তাকে বাঁচাতে গেলে আমাকেও মারপিট শুরু করে। পরে বাড়ির অন্য লোকজন ছুটে এলে তাদের ওপর হামলা চালিয়ে আহত করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শরীফুল ইসলাম জানান, গর্ভবতী রেনু খাতুনের শরীরের বিভিন্ন স্থানে মারের দাগ রয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তবে চিকিৎসা চলছে। এ ঘটনায় গাংনী থানায় অভিযোগ দায়ের করেছেন আহতরা।

Leave a comment