স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পরিষদের সচিবদের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন পরিষদের সচিব সমিতির সভাপতি আলমডাঙ্গা হারদী ইউপি সচিব সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা উপজেলার তিতুদহ ইউপি সচিব ফয়জুর রহমানের নেতৃত্বে এ সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ফরিদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। সচিবদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দামুড়হুদা ইউপি সচিব আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ নতিপোতা ইউপি সচিব শাহাবুর রহমান, চিৎলা ইউপি সচিব চিরকুমার শাহা ও মোমিনপুর ইউপি সচিব হেলালনুজ্জামান।