স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র প্রবাসী ও মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়ের হত্যার সাথে জড়িত সাতজনকে শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল মঙ্গলবার বিকেলে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে পুলিশের (ডিবি) যুগ্মকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ হত্যার সাথে সরাসরি জড়িত সাতজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম ও কয়েকজনের ছবি তাদের কাছে রয়েছে। তবে ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি। যে নামগুলো পাওয়া গেছে, তা প্রকৃত নাম নাও হতে পারে, সেজন্য যাচাই-বাছাই করার পর প্রকাশ করা হবে।
ডিবি মূখপাত্র জানান, উপযুক্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সাতজনকে শনাক্ত করা হয়েছে। এরা সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষিত। এদের মধ্যে একজন মেডিক্যাল শিক্ষার্থী। তবে তিনি লেখাপড়া শেষ করেছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এদের সাথে অভিজিতের পরিচয় হয়েছে। দেশে আসার পর তারা অভিজিৎকে নজরে রেখেছিল। সুযোগ বুঝে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরা সবাই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সংগঠনের হয়েই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ফারাবী সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছিলেন। তবে ফারাবী এবং বুয়েটের ওই শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত আছেন- এমন তথ্য তাদের কাছে নেই। শনাক্ত করা সাতজনকে গ্রেফতার করতে পারলে আরো কেউ জড়িত আছে কি-না, তা জানা যাবে। শনাক্ত হওয়া ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে বটতলায় অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান।