গভীরাতে পরস্ত্রীর ঘরে ঢোকার চেষ্টাকালে গৃহবধূর দায়ের কোপে জখম আন্দুলবাড়িয়া ডুমুরিয়ার হেলা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে গৃহবধূর দায়ের কোপে এক ব্যক্তি আহত হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেছে, গভীর রাতে ক্ষুব্ধ গৃহবধূর দায়ের কোপ খেয়ে পালিয়ে রক্ষা পেয়েছে গ্রামেরই হেলা।

জানা গেছে, গতকাল সোমবার আন্দুলবাড়িয়া ইউনিয়ন লোকমোর্চার নিকট ধর্ষণ অপচেষ্টাকারী হেলার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে ডুমুরিয়া গ্রামের এক গৃহবধূ। ইউনিয়ন লোকমোর্চার নেতৃবৃন্দ গতকাল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তকালে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন লোকমোর্চার নেতৃবৃন্দ উপজেলা লোকমোর্চা বরাবর তদন্ত প্রতিবেদনসহ নালিশী অভিযোগটি প্রেরণ করেছে। লোকমোর্চা নেতৃবৃন্দ বলেছেন, গ্রামের হতদরিদ্র দিনমজুরের স্ত্রীকে প্রতিবেশী হেলা (৪৫) দীর্ঘদিন যাবত নানাভাবে উত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত শনিবার ও রোববার তার স্বামী দেহাটি কনটেক মিলে রাতে কর্মরত ছিলেন। এ সুযোগে হেলা প্রতিবেশী ওই গৃহবধূর বাড়িতে শনিবার গভীর রাতে প্রবেশ করে ঘরের দরজা খোলার চেষ্টা চালায়। গৃহবধূ টের পেয়ে চিৎকার দিলে সে পালিয়ে যায়। পরদিন রোববার রাত সাড়ে ১২টার দিকে তার স্বামীর অনুপস্থিতির সুযোগে ফের বাড়িতে প্রবেশ করে দরজা খোলার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে গৃহবধূর শরীর স্পর্শ করার অপচেষ্টা করাকালে গৃহবধূ ধারালো দা দিয়ে হাতে কোপ দিলে জখম হয় হেলা। অবস্থা বেগতিক দেখে লম্পট হেলা পালিয়ে যায়। অপরদিকে লোকমোর্চা ইউনিয়ন সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ বলেন, অভিযুক্তর ধারালো অস্ত্রের কোপ দেখে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মহিলার কাছে টাকা পাবো। রাতে যাওয়া আমার ভুল হয়ে গেছে।