সাতক্ষীরায় বিএসএফএ’র নির্যাতনে বাংলাদেশি নিহত

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ইছামতি নদী থেকে বাংলাদেশি গরু রাখাল রুবেল হোসেনের লাশ উদ্ধার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। গতকাল রোববার বিকেলে উপজেলার কোমরপুর এলাকায় বিজিবির শাখরা ক্যাম্পের কাছে ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে বিজিবি বলেছে, বিএসএফ’র নির্যাতনে নিহত হয়েছে কি-না তা আমরা নিশ্চিত নই। রুবেল (২৩) দেবহাটা উপজেলার হাড়দ্দহা গ্রামের মোসলেম আলীর ছেলে। রুবেলের পরিবারের সদস্যরা জানান, রুবেলের এক সঙ্গী কওসার আলিকে বিএসএফ আটক করে। অপর সঙ্গী আসাদুল পালিয়ে বাংলাদেশে এলেও বিজিবির হাতে গ্রেফতার হয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার হাড়দ্দহা গ্রামে। এক সাথে গরু আনতে ভারতে যাওয়ার পর বুধবার রাত থেকে পর্যায়ক্রমে এসব ঘটনা ঘটে।

Leave a comment