স্টাফ রিপোর্টার: যশোরে সুব্রত রায় (৩৫) নামে প্রাণ কোম্পানির এক এসআরকে ছুরিকাঘাত করে তার বেতনের টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আহত সুব্রত রায় খুলনার হালিদা বৌঠা এলাকার মৃত ভুবন রায়ের ছেলে। তিনি শঙ্করপুর এলাকার প্রাণ কোম্পানির ডিপোতে এসআর পদে চাকরি করেন।
সুব্রত রায় জানান, গত শনিবার রাত ১১টার দিকে ডিপোতে গাড়ি ও মালামাল রেখে বেতন নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। রেলওয়ের প্রশাসনিক কর্মকর্তার বাড়ির সামনে পৌঁছুলে দু ছিনতাইকারী তাকে গতিরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে বেতনের ১১ হাজার ৭শ টাকা ও একটি স্মার্ট মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।