মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের সামনের ডোবার অবৈধ দখলকারীদের সতর্ক করে দিলেন মেহেরপুরের জেলা প্রশাসক। গতকাল রোববার দুপুর একটার দিকে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান. সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ডোবা দখল ও তার ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং স্থাপনাগুলো দ্রুত সরিয়ে নেয়ার আহ্বান জানান দখলকারীদের।
জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে যারা ডোবা দখল করে আছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কারণ পানির নিরবচ্ছিন্ন প্রবাহ যারা রোধ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।