পালমিরায় ২৫ জনকে হত্যা করেছে আইএস

মাথাভাঙ্গা মনিটর: ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যে সিরিয়ার প্রাচীন পালমিরা শহরে ২৫ জনকে গুলি করে হত্যা করা হচ্ছে। আইএস বলছে, নিহত ব্যক্তিরা সৈনিক এবং তাদের হোমস শহর থেকে আটক করা হয়। পালমিরার একটি প্রাচীন এম্ফিথিয়েটার বা উন্মুক্ত নাট্যমঞ্চে তাদের হত্যা করা হয়। ভিডিওর কিছু ছবিতে দেখা যায় হত্যাকারীরা বয়সে খুবই তরুণ, এমনকি তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরও হতে পারে। গত মে মাসে পালমিরা এবং এর পার্শ্ববর্তী তাদমুর নামে পরিচিত একটি আধুনিক শহর দখল করে আইএস। ইসলামিক স্টেট জঙ্গিদের সাথে সম্পৃক্ত একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওচিত্রটি প্রচার করা হয়। আইএসের একটি বড় কালো পতাকার সামনে তাদের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এ সময় বেসামরিক পোশাকে সজ্জিত কয়েকশ মানুষকে এম্ফিথিয়েটারের সিঁড়িতে বসে হত্যাকাণ্ড প্রত্যক্ষ করতে দেখা যায়। পালমিরা দখলের পরদিন একই এম্ফিথিয়েটারে ২০ জনকে হত্যা করেছিলো আইএস।