দৌলতপুরের চরাঞ্চলে সন্ত্রাসী হামলা : গরু লুট : একজন গুলিবিদ্ধ

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে গরুর বাথানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা সেখান থেকে ৪টি গরু ও ৭টি ছাগল লুট করে নিয়ে গেছে। এ সময় তাদের আগ্নেয়াস্ত্রের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার মধ্যরাতে উপজেলার বৈরাগীরচর সংলগ্ন পদ্মা নদীর চরে রহিমপুর গ্রামের চাঁদ আলী ও হাফিজুর রহমানের গরু-মোষ ও ছাগলের বাথানে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। তারা ৪টি গরু ও ৭ ছাগল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেবার চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। এতে বাথান মালিক চাঁদ আলীর ছেলে শিপন (৩০) গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।