দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কে সন্ধ্যারাতে অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের উজিরপুর মাদরাসার নিকট চলন্ত করিমনের এক মহিলাযাত্রীর হাতে থাকা পার্টস ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া মনিরামপুরের মনিরুল ইসলামের স্ত্রী (বর্তমানে দামুড়হুদা দশমীপাড়ায় বসবাসরত) হালিমা খাতুন (৩৬) গতকাল রোববার বিকেল ৪টার দিকে তার বোন চায়না খাতুন (৪০) ও শিশুকন্যা তিথিকে (৭) সাথে নিয়ে দামুড়হুদা থেকে শ্বশুরবাড়ি মনিরামপুরে যায়। শ্বশুরবাড়ি থেকে সন্ধ্যায় করিমনযোগে দামুড়হুদায় ফিরে আসছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের উজিরপুর মাদরাসার নিকট পৌঁছুলে পেছন থেকে একটি চলন্ত মোটরসাইকেল ওই চলন্ত করিমনের পাশে আসে এবং করিমনযাত্রী হালিমার হাতে থাকা পার্টসটি ছো মেরে কেড়ে নিয়ে পালিয়ে যায়। হালিমা জানান, পার্টসের মধ্যে ২ হাজার ৫শ টাকা ছিলো। ওই মোটরসাইকেলে পাঞ্জাবি পরিহিত ৩ যুবক ছিলো বলেও তিনি জানান।