টি-টোয়েন্টিতে সাকিবের রেকর্ড

স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫২ রানে। তবে এদিন আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। সাকিবের উইকেট এখন ৪৫টি। এতোদিন বাহাতি স্পিনার আবদুর রাজ্জাকের সাথে ৪৪টি উইকেট নিয়ে একই স্থানে ছিলেন সাকিব।

তবে গতকাল রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডেভিড মিলারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাকিব পেছনে ফেলে দিয়েছেন সতীর্থ রাজ্জাককে। তবে রাজ্জাক সাকিবের থেকে ৩টি ম্যাচ কম খেলেছেন। সাকিব ৩৭টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আর রাজ্জাক  খেলেছেন ৩৪টি ম্যাচ। তৃতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টি অধিনায়কের ঝুঁলিতে রয়েছে ২৬টি উইকেট। ম্যাচ খেলেছেন ৩০টি।

Leave a comment