জিতেও তৃপ্ত নন চিলির কোচ!

মাথাভাঙ্গা মনিটর: এখন তো তাদের আকাশে ওড়ার কথা। ৯৯ বছরের সাধনার ফল অবশেষে হাতে ধরা দিয়েছে। নিজেদের ইতিহাসের প্রথম কোপা শিরোপাটা জিতে আবেগে ভেসে যাওয়ার কথা চিলিয়ানদের। কিন্তু চিলির কোচ হোর্হে সাম্পাওলি পা মাটিতেই রাখছেন। এতো বড় সাফল্যও যেন আনন্দের জোয়ারে ভাসিয়ে নিচ্ছে না এ আর্জেন্টাইন ভদ্রলোককে। বলেছেন, কোপা শিরোপা জিতলেই হবে না। বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ যে সামনেই অপেক্ষা করে আছে। ম্যাচের আগে এ ফাইনালকে দু সোনালি প্রজন্মের লড়াই বলে আখ্যা দিয়েছিলো সবাই। চিলির ৯৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে সানচেজ, ভিদালরা প্রমাণ করে দিলেন তারা এ উপাধির যোগ্য দাবিদার। কিন্তু চিলির কোচের দৃষ্টিসীমায় এখন ২০১৮ বিশ্বকাপ। সাম্পাওলি ঠিক ওই দিকটাই সবার দৃষ্টি নিবদ্ধ রাখতে বলেছেন। তার মন্তব্য খুব স্পষ্ট, বিশ্বকাপ বাছাইপর্বে এ শিরোপার কোনো গুরুত্ব নেই!