আদালতে খাদ্য অধিদপ্তরের প্রতিবেদন : সেই গম খাওয়ার উপযোগী

স্টাফ রিপোর্টার: ব্রাজিল থেকে আমদানি করা চার শ কোটি টাকার গম মানুষের খাওয়ার উপযোগী বলে উচ্চ আদালতে প্রতিবেদন দিয়েছে খাদ্য অধিদপ্তর। এ বিষয়ে শুনানির জন্য রিট আবেদকারী পক্ষ সময় চাওয়ায় আদালত ৮ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন রেখেছে। আগের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপক্ষ গতকাল গম নিয়ে খাদ্য অধিদপ্তরের মহা পরিচালকের প্রতিবেদন আদালতে জমা দিলে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ দিন ঠিক করে দেয়। এর আগে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি ও সরবরাহের অভিযোগ দুদককে দিয়ে তদন্তের আদেশ চেয়ে পাভেল মিয়া নামের এক আইনজীবী গত ২৮ জুন একটি আবেদন করেন। ৩০ জুন এ বিষয়ে প্রাথমিক শুনানি করে হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি-না, সে বিষয়ে খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে রুল জারি করা হয়। সে অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের পাঠানো কয়েকটি প্রতিবেদন আদালতে জমা দেয় রাষ্ট্রপক্ষ। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক তার প্রতিবেদনে বলেছেন- গম খাওয়ার উপযোগী। অথচ অন্যান্য সংস্থার প্রতিবেদনে দেখা যায়, গমে পোকা আছে এবং সাব স্ট্যান্ডার্ড। প্রাথমিকভাবে মনে হয়েছে- অধিদপ্তরের বক্তব্য সঠিক নয়। এ বিষয়ে বক্তব্য দেয়ার জন্য সময় চাওয়া হলে আদালত ৮ জুলাই দিন ধার্য করেছেন।

Leave a comment