যুক্তরাজ্যে নিখোঁজ বাংলাদেশি পরিবার আইএস’র কাছে

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারটি আইএস’র কাছে রয়েছে বলে জঙ্গি সংগঠনটির পক্ষে দাবি করা হয়েছে। বিবৃতির সাথে ওই পরিবারের সদস্যদের দুটি ছবিও ইসলামিক স্টেট (আইএস) পাঠিয়েছে বলে জানিয়েছে। যুক্তরাজ্য থেকে স্বদেশ ঘুরে ফেরার পথে গত মে মাসে সিরিয়ায় ১২ সদস্যের ওই বাংলাদেশি পরিবারটি উধাও হয়ে যাওয়ার পর থেকে ব্যাপক গুঞ্জন চলছিলো। ওই পরিবারের কয়েকজনের সাথে উগ্রবাদীদের সম্পর্ক থাকার ঘটনা জানার পর যুক্তরাজ্য পুলিশ ধারণা করছিলো, ওই পরিবারটি আইএস’র সাথে ভিড়েছে। এখন ওই পরিবারের পক্ষে আইএস’র এক সদস্যের পাঠানো বিবৃতি সেই সন্দেহকে ভিত্তি দিলো। তবে এই বিবৃতির যথার্থতা যাচাই করা যায়নি। পাঁচজন পুরুষ, চারজন নারী এবং তিনটি শিশুর ওই পরিবারটি ইসলামিক স্টেটসের সাথে বেশ নিরাপদে রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

Leave a comment