মেহেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

 

মেহেরপুর অফিস: মাদকের নীল ছোবল থেকে পরিবার, প্রতিবেশী, এমনকি এলাকবাসীকে রক্ষা করার জন্য নিজ মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন এক মা। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার একটি ভাড়া বাড়িতে ছেলেকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলে আদালত মাদকাসক্ত মিঠুকে (২০) এক বছরের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন।

মিঠুর মা চায়না খাতুন জানান, তার ছেলে অটোরিকশাচালক। সারাদিন যে টাকা আয় করে তা দিয়ে নিজের সংসার না চালিয়ে সবই মাদকের পেছনে খরচ করে। বাংলা মদ ও গাঁজায় আসক্ত সে। প্রায় প্রতি রাতে বাড়িতে ফিরে নিজের স্ত্রী ও মা-বাবার ওপর অত্যাচার চালাতো সে। গত তিন বছর ধরে অনেক চেষ্টা করেও তাকে মাদক থেকে ফিরেয়ে আনা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। এতে একদিকে পারিবারিক কলহ দূর হবে পাশাপাশি দীর্ঘদিন জেলে থাকলে ছেলে মাদকমুক্ত হয়ে বেরিয়ে আসবে বলে ধারণা তার। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব মায়ের অভিযোগের প্রেক্ষিতে মিঠুকে মাদক্রদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানালেন।

Leave a comment