মেহেরপুরে মাদকব্যবসায়ী ও মাদকসেবীর জেল-জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকব্যবসায়ী নারীকে এক বছরের কারাদণ্ড ও এক মাকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হাসান ওই রায় প্রদান করেন। দণ্ডাদেশ পাওয়া দুজনের মধ্যে মাদকব্যবসায়ী রেজিনার (৪৮) বাড়ি সদর উপজেলার পিরোজপুর গ্রামে ও মাদকসেবী খোকন শহরের খাঁপাড়ার দিনাজ মিয়ার ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, সদর উপজেলার পিরোজপুর গ্রামের রেজিনা খাতুন তার নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে এএসআই আনিসের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৫ গ্রাম গাঁজা ও একটি কলকিসহ রেজিনাকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোর্পদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌরসভার কাঁলাচাদপুর রোড থেকে গাঁজা সেবনকালে খোকনকে (৩৪) আটক করেন সদর থানার এএসআই অর্জুন সরকার। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ওই একই অপরাধে খোকনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a comment