মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিলসহ রফিকুল ইসলাম (৩৩) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আক্তার আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, হরিরামপুর গ্রামের পশ্চিমপাড়ার পল্লি চিকিৎসক নজরুল ইসলামের বাড়ির পেছনে মাদকব্যবসায়ী ফেনসিডিল কেনা-বেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই জালাল উদ্দীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়ে। এ সময় সেখান থেকে রফিকুল ইসলামকে দু বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়।