দু বোতল ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার জলি পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংপাড়ার জলি খাতুনকে পাকড়াও করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে দু বোতল ফেনসিডিলসহ আটক করা হয় বলে সংশ্লিষ্টসূত্র জানিয়েছে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস ও এসআই ইব্রাহিম। পুলিশ বলেছে, আকন্দবাড়িয়া গ্রামের অনেকেই মাদক চোরচালানোর সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ইমদাদুল হকের স্ত্রী জলি খাতুনকে দু বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

Leave a comment