দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডাল, তেল, পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মুগ ডাল প্রদর্শনী ব্লকের চাষিদের মাঝে মুগবীজ সংরক্ষণের জন্য বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ রাখার পাত্র বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা কৃষি অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন উপসহকারী কৃষিকর্মকর্তা জালাল উদ্দীন। চাষিদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে ২০ জন মুগ ডাল প্রদর্শনী ব্লকের চাষিদের মাঝে মুগবীজ সংরক্ষণের জন্য ১টি করে বীজ সংরক্ষণ পাত্র ড্রাম প্রদান করেন। প্রধান অতিথি বলেন, নিজেদের তৈরি বীজ সংরক্ষণ করে রাখলে চাষিরা লাভবান হবে। তিনি প্রত্যেক চাষিকে নিজ বাড়িতে বীজ সংরক্ষণ করে রাখার আহ্বান জানান।