দখলমুক্ত করতে প্রতিবাদসভা : ইউএনও’র হস্তক্ষেপ কামনা
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুর হাইস্কুলের ফুটবল মাঠটি অবৈধভাবে জবর-দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে নেয়া হয়েছে। মাঠটি দখলমুক্ত করতে গ্রামবাসী প্রতিবাদসভা করেছে। প্রতিবাদসভায় বক্তারা অবিলম্বে মাঠের দখল ছাড়তে দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষ্ণুপুর ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে ওই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বক্তারা ফুটবল মাঠটি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।
বিষ্ণুপর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদসভায় প্রধান অতিথি ছিলেন বিষ্ণুপর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য খোকন, আ.লীগ নেতা আ. মান্নান, মতিয়ার রহমান মতি, ইদ্রিস আলী, সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন, হাজি কুতুব উদ্দিন, মিজানুর রহমান, বিশারত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আ. গফুর, মোস্তাফা মিয়া, ঝড়ু মণ্ডল, মহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, রূপচাঁদ আলী, রমজান আলী, মুনসুর আলী, আবুল বাশারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা দখলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিষ্ণুপুর হাইস্কুল ফুটবল নামে পরিচিত। ওই ফুটবল মাঠে এলাকার ছেলেমেয়েরা প্রায় দেড়শ বছর ধরে খেলাধুলা করে আসছে। অথচ গ্রামের কাউকে কিছু না জানিয়ে রাতারাতি মাঠের চতুরদিক পগার খুঁড়ে বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে জবর-দখল করা হয়েছে। এলাকার ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার স্বার্থে ওই ফুটবল মাঠ কাউকে জবর-দখল করতে দেয়া হবে না। তাছাড়া ওই মাঠের জন্য এলাকাবাসী জমিদানকারীদের মাঠের পাশেই ১৮ কাঠা জমি লিখে দেয়া আছে। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।