ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি চাকরির সুযোগ চাই, প্রবেশের বয়সসীমা ৩৫ বছর চাই, এ স্লোগানে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ছাত্র মাহফুজুর রহমান, মৌসুমী আশা নিতু, আজিজুর রহমান, আসিফ খান, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩৫ বছর করার দাবি জানান।
ঝিনাইদহে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
