জীবননগর ইসলামপুর থেকে নাসিরের বিলবোর্ড গায়েব

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার নির্বাচনের তফশিল এখনো ঘোষণা হয়নি। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জীবননগর শহরে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার বিলবোর্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। গতকাল শনিবার পর্যন্ত আওয়ামী লীগের সম্ভাব্য ৪ প্রার্থীরা শহরের দর্শনীয় স্থানে বিলবোর্ড স্থাপন করেন। স্থাপনকৃত বিলবোর্ডের মধ্যে গতকাল ভোরে ইসলামপুর মোড় থেকে নাসির উদ্দিনের একটি বিলবোর্ড গায়েব করে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গতকাল পর্যন্ত যারা আলোকসজ্জা সংবলিত বিলবোর্ড ও ফেস্টুন টাঙিয়েছেন তারা হচ্ছেন- গতবার আওয়ামী লীগ সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পৌরসভার ২ নং ওয়ার্ড থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত বর্তমান কাউন্সিলর শেখ জয়নাল আবেদনী, পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত পৌর কাউন্সিলর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রফিকুল ইসলাম রফি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

Leave a comment