আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগানো নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা

 

ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার জোড়াগাছা গ্রামে বৈদ্যুতিক খাম্বায় নতুন সংযোগের কারণে ট্রান্সমিটার লাগাতে গিয়ে দু পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। গ্রামের দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। আলমডাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়োন্ত্রণে নেয়।

জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে বৈদ্যুতিক খাম্বায় নতুন ১৫ কেভি ট্রান্সমিটার লাগাতে গিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিদ্যুত কর্মীদের কাজে বাধা দিলে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

গ্রামবাসী জানায়, গ্রামের উত্তরপাড়ার সরকারি রাস্তার পাশে নতুন সংযোগের কারণে মুন্সিগঞ্জ বিদ্যুত অফিসের কর্মীরা নতুন ট্রান্সমিটার লাগাতে গেলে মৃত আনছারের ছেলে লতিফ বাধা প্রদান করলে গ্রামবাসীর দু পক্ষের গন্ডগোলের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই জিয়াউল হক ও এসআই জসিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে পুলিশের উপস্থিতিতে ট্রান্সফরমার স্থাপন করা হয়।