যমুনা নদীতে টানেল নির্মাণে আগ্রহী চীন

 

স্টাফ রিপোর্টার: যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রায়ত্ব একটি নির্মাণ প্রতিষ্ঠান। হংকং সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে গতকাল শুক্রবার সকালে জিজিয়াং কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানায়। সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ শুক্রবার বিকেলে এ তথ্য জানান। সেতুমন্ত্রী আগ্রহী প্রতিষ্ঠানকে দেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন। এ সময় হংকংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম সারওয়ার মাহমুদসহ সফররত প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সেতুর নিচে পলি জমার কারণে অনেক স্থানে চর পড়েছে। ভবিষ্যতে বেশি চর জাগলে এ সেতু অনুপযোগী হতে পারে। এমন আশঙ্কা থেকে যমুনা নদীর তলদেশ দিয়ে  টানেল তৈরির পরিকল্পনা করেছে সরকার।

Leave a comment