মিরপুরে ড্রোন ব্যবহারের জন্য ক্ষমা চাইলো দ. আফ্রিকা

 

স্টাফ রিপোর্টার: মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় ড্রোন ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। গত বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার প্রথম দিনের অনুশীলনের সময় ড্রোন উড়াতে দেখা যায়। নিজেদের অনুশীলনের ছবি তোলার জন্যে ড্রোনটি ব্যবহার করছিলো বলে সফরকারী দল জানিয়েছে। পরে বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষ ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়।

গত বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, অনুমতি না নিয়ে ড্রোন ব্যবহার করায় ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা দল। অতিথি দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, আমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহারের জন্য ক্রিয়েটিভ দৃশ্য ও ছবি তুলতে টিভি ক্রুরা ড্রোনটি এনেছিলো। আমরা বাংলাদেশের সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর কাছে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তারা জানান, গত ডিসেম্বরে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তার স্বার্থে বিনা অনুমতিতে আকাশে যে কোনো ধরনের মনুষ্যবিহীন যান ওড়ানো নিষিদ্ধ করে।

Leave a comment