নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৪৫

 

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার কুকাওয়া ও মংগুনো শহরে বোকো হারামের দু দিনের হামলায় ১৪৫ জন নিহত হয়েছে। বোকা হারাম সদস্যরা বুধবার কুকাওয়া গ্রামে হামলা চালালে ৯৭ জন নিহত হন। এর আগে মঙ্গলবার ৪৮ জনকে গুলি করে খুন করা হয়। সম্প্রতি ওই শহরটি পুনরায় দখল করে নেয় বোকো হারাম সশস্ত্র বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলি করে এবং শিরশ্ছেদ করে এসব মানুষকে খুন করা হয়। এরপর বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। শেষ হওয়ার সময় পর্যন্ত তারা অপেক্ষা করে। এরপর শহরের পুরুষ বাসিন্দাদের নারীদের থেকে আলাদা করে এবং গুলি করে খুন করে। মংগুনো শহরে গতমাসে ইসলামপন্থি সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে সরকারি বাহিনীর সাফল্য উদযাপনের সময় এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছিলো।