খবর:(হিজলগাড়িতে কিস্তির টাকার জন্য ফ্রিজ কেড়ে আনতে গিয়ে গণধোলাই খেলো আশা’র কর্মীরা)
পয়সা পাবেন ভালো কথা
ফিরিজ নেবেন কেড়ে?
হয় না কিছু বলা কি তাই
গেছেন খুবই বেড়ে?
তোমরা দেখাও সুদের পিরিত
আমরা সবই বুঝি,
জইল করে টাকা তুলে
বানাও কামাই-রুজি।
এবার সবাই ক্ষেঁপে গেছে
কিস্তি খাওয়া বাদ,
ফের পাকামো করতে এলে
মিটিয়ে দেবে সাধ।
-আহাদ আলী মোল্লা