অস্ট্রেলিয়ার রাস্তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার ডারউইন শহরের রাস্তায় গত বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। ১৯৪২ সালে এ শহরে বোমা ফেলেছিলো জাপান। খবরে বলা হয়, ডারউইনের রাস্তায় বোমাটি দেখতে পান এক পরিচ্ছন্নকর্মী। এরপর সেনাবাহিনীর বিশেষ বোমা নিরোধক একটি ইউনিট বোমাটি উদ্ধার করে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, বোমাটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডারউইনে বোমা হামলা চালিয়ে প্রায় এক হাজার মানুষ হত্যা করেছিলো জাপান।

Leave a comment