হিজলগাড়ি বাজারে কিস্তির টাকা না পেয়ে ফ্রিজ কেড়ে আনতে গিয়ে গণধোলাই খেলো আশা’র কর্মীরা

 

দর্শনা অফিস: আশা এনজিও সংস্থা থেকে ঋণে টাকা নিয়ে বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গা হিজলগাড়ি বাজারের ব্যবসায়ী মাসুদ। কিস্তির টাকা না পেয়ে আশা’র কর্মীরা দোকান থেকে ফ্রিজ কেড়ে আনতে গিয়ে গ্যাঁড়াকলে পড়ছেন। ব্যবসায়ীদের হাতে গণধোলাই খেলেন আশা’র কর্মীরা। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজারে ভ্যারাইটিজ ব্যবসায়ী মাসুদ আশা এনজিও হিজলগাড়ি শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ঋণের টাকা কিস্তিতে প্রায় পরিশোধ করেছেন মাসুদ। ৩ কিস্তির টাকা দিতে বিলম্ব হওয়ায় গত বুধবার সন্ধ্যার দিকে আশা’র হিজলগাড়ি শাখার ম্যানেজার ইনতাজুল, মাঠকর্মী জাহিদ, ইদ্রিস ও রশিদ যান মাসুদের দোকানে। মাসুদ দ্রুত টাকা পরিশোধের আশ্বাস দিলেও মন গলেনি আশা’র ম্যানেজার ও কর্মীদের। দু পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে কিস্তির টাকা না দেয়ায় জোরপূর্বক দোকান থেকে ফ্রিজ নেয়ার চেষ্টা চালান আশা’র কর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা গণধোলাই দেয় মাঠকর্মী জাহিদ, ইদ্রিস ও রশিদকে। অবস্থা বেগতিক বুঝে কৌশলে সটকে পড়েন ম্যানেজার ইনতাজুল। ইনতাজুল বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আশা’র ম্যানেজার অভিযোগ অস্বীকার করলেও হিজলগাড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিত বলেছেন, এ ধরনের ঘটনার খবর শুনেছি, তবে কোনো পক্ষ অভিযোগ করেনি। ওই রাতেই বাজার কমিটির নেতৃবৃন্দ দু পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়ার কথা ছিলো।

হিজলগাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেছেন, গতকাল বৃহস্পতিবার মীমাংসার জন্য বৈঠক হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আগামী রোববার সভা হতে পারে। তবে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের চরম ক্ষোভ রয়েছে আশা’র ওই কর্মকর্তা ও কর্মীদের ওপর।