শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদ প্রতিনিধি: শৈলকুপায় পানিতে ডুবে আবু সাঈদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবু সাঈদ বেষ্টপুর গ্রামের এরশাদ শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খেলতে খেলতে পাশের একটি নালার মধ্যে পড়ে যায় সাঈদ। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নালার মধ্যে তাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

Leave a comment