টিপ্পনী

 

খবর:(দামুড়হুদার অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতা : জনদুর্ভোগ)

ভোটের আগে নেতা আসেন

বানিয়ে দেন রাস্তা,

নেতার ওপর বাড়ে তখন

জনগণের আস্থা।

 

চুরুট বিড়ি চা দেন

সব দরজায় পা দেন

ভোটটা চেয়ে মুরব্বিদের

গলা ধরে কাঁদেন।

 

ভোটের শেষে এমপি হাওয়া

দু ছ’ মাসেও যায় না পাওয়া

সড়ক ভাসে জলে,

ইহারই নাম সত্যি কথা

সব নেতা যা বলে!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment