গাংনীর তেঁতুলবাড়িয়ায় ভাইয়ের ইটের আঘাতে ভাই জখম

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রামে ছোট ভাই ইমরানের ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন বড় ভাই মহাম্মদ আলী। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে বড় ভাইকে উদ্দেশ্য করে পিস্তলের কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে ইমরান। আহত মহাম্মদ আলী ওরফে গুয়ি মহাম্মদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মোহাম্মদ আলী উরফে গুয়ি মোহাম্মদ জানান, তার ভাই ইমরান ও মঙ্গল বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে বালি উত্তোলন করে একটি গর্ত ভরাটের কাজ করছে। বালি উত্তোলনের ফলে তার বাড়ির মধ্যে পানি জমে যায়। এতে ঘরবাড়ি ক্ষতির আশঙ্কায় পানি বন্ধ করতে ইমরানকে অনুরোধ করেন মহাম্মদ। এ নিয়ে দু ভাইয়ের মধ্যে গতকাল বিকেলে বাগবিতণ্ডা বাধে। এক পর্যায়ে ইমরান ও মঙ্গল পিস্তল নিয়ে মহাম্মদকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তাদের হাত থেকে রক্ষা পাননি মহাম্মদ। তারা ইট দিয়ে মহাম্মদের মাথায় আঘাত করে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা মহাম্মদের বাড়িতে গিয়ে তাকে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গুলিবর্ষণের কোনো খবর জানা নেই। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment