কেরি কেনেডিকে সম্মান সূচক ডিগ্রি দিলেন ড. ইউনূস

 

স্টাফ রিপোর্টার: বিশ্ব মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ড. কেরি কেনেডিকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছেন গ্লাসগো কেলোডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নোবেল বিজয়ী ড. মুহাম্মাদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ডিগ্রি প্রদান করা হয়। বুধবার স্কটল্যাণ্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সমাবর্তন অনুষ্ঠানে এ পুরস্কার কেরি কেনেডির হাতে তুলে দেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস এ বিশ্ববিদ্যালয়ের ভিসি। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটিতে আড়াই হাজারেরও অধিক স্নাতক পর্যায়ের ছাত্র, পাঁচ হাজারের বেশি অভিভাবক ও তাদের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. ইউনূস।

Leave a comment