মাথাভাঙ্গা মনিটর: অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের আত্মঘাতী গোলে নারী বিশ্বকাপের ফাইনালে স্থান করে নিয়েছে জাপান। মঙ্গলবার ইংলিশদের হারিয়ে ২-১ গোলের ব্যবধানে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে জাপান নারী দল। ম্যাচের ৩৩ মিনিটে ইংল্যান্ড নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টি লাভ করে জাপান। এখান থেকে দলকে লিড পাইয়ে দেন আয়া মিয়ামি। তবে সাত মিনিট পরেই স্টেফেন হুটনকে নিজেদের বক্সে জাপনিরা ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করতে ভুল করেননি উইলিয়াম। বিরতি থেকে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের লরা বাসেট নিজেদের জাল থেকে বল সরাতে গিয়ে হেড করলে তা আত্মঘাতী গোলে পরিণত হয়। এর ফলে জাপান ২-১ ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের ফাইনাল নিশ্চিত করে।
আগামী ৫ জুলাই স্বাগতিক দেশ কানাডার ভ্যানকোভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফাইনাল খেলবে জাপান।