মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে আবু সাইদ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিএসএফ’র হাতে আটকের পর তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হলে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার আবু সাইদ ঝিনাইদহের মহেষপুর উপজেলার ঘুগরিপান্না গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব জানান, বেশ কয়েক দিন আগে আবু সাঈদ সদর উপজেলার বুড়িপোতা গ্রামে তার দুলাভাই আলতাফের বাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার দুপুরে সে মাঠ বেড়াতে গিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বিজিবি বুড়িপোতা ক্যাম্পের একটি প্রতিনিধি দলের সাথে বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর সন্ধ্যায় তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল এক্টের ৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়। ওই মামলা তাকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।