ঝিনাইদহ প্রতিনিধি: নতুন কর আরোপ ছাড়াই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের ১৫ কোটি ৮৫ লাখ ৬ হাজার ১ শ ৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি আব্দুল মান্নান। এছাড়াও বাজেট অধিবেশনে পৌরসভার সকল কাউন্সিলর, আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারই ১৫ কোটি ৮৫ লাখ ৬ হাজার ১ শ ৮৫ টাকার টাকার বাজেট ঘোষণা করা হয়। যা গত ২০১৪-২০১৫ অর্থ বছরের থেকে দ্বিগুণেরও বেশি।