জার্মানিকে হারিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্রের মেয়েরা

 

মাথাভাঙ্গা মনিটর: চতুর্থবারের মতো মেয়েদের বিশ্বকাপের ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে তারা। গত মঙ্গলবার কানাডার মন্ট্রিয়ালের অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি মেয়েদের বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন অধিনায়ক কার্লি লয়ড। এর ১০ মিনিট আগে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো জার্মানি। কিন্তু দেশটির অধিনায়ক সেলিয়া সাসিক পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ৮৪তম মিনিটে যুক্তরাষ্ট্রের বদলি খেলোয়াড় কেলি ও’হারা গোল করে জার্মানির ম্যাচে ফেরার আশায় পেরেক ঠুকে দেন।

গতবারের রানারআপ যুক্তরাষ্ট্র ফাইনালে প্রতিপক্ষ পাবে বর্তমান চ্যাম্পিয়ন জাপান অথবা এবারই প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা ইংল্যান্ডকে। এ দুদল বৃহস্পতিবার এডমন্টনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। ভ্যাঙ্কুভারে টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী সোমবার।

Leave a comment