চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহ কিন্ডারগার্টেনের দু ছাত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহ কিন্ডারগার্টেনের দু ছাত্রীকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে স্কুলে থাকাকালে হঠাৎ অসুস্থবোধ করলে শিক্ষক ইউনুস আলী তাদের দুজকে হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে পদ্মাবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের সারজেত আলীর মেয়ে সাদিয়া আফরিন (১১) ও একই গ্রামের মহাবুল ইসলামের মেয়ে মাহমুদা খাতুন (১১) দুজনই ডিঙ্গেদাহ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল দুপুর ১টার দিকে ক্লাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের দুজনকে শিক্ষক ইউনুস আলী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসক জানিয়েছেন, হিস্ট্রোরিয়ার কারণে এমনটা হয়েছে। বর্তমানে তারা দুজন আশঙ্কামুক্ত।

Leave a comment