আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কাশিপুরের মাদকাসক্ত সিপাতুল্লাহকে ভ্রাম্যমাণ আদালত দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। জমিজমা বিক্রি করে স্ত্রী-সন্তানদের পথে বসানোসহ নানা নির্যাতনে অতিষ্ঠ হয়ে নেশাসক্ত স্বামীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অসহায় স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে ৫ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করার পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের মৃত মইজ উদ্দীনের ছেলে ৩ সন্তানের জনক সিপাতুল্লাহ (৪৮) মাদকাসক্ত। মাদকের অক্টোপাসে জড়িয়ে সে শুধু নিজের জীবনই অভিশপ্ত করে তুলেনি। স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারে জ্বালিয়েছে অশান্তির অনলে। জমিজমা বিক্রি করে স্ত্রী-সন্তানদের পথে বসিয়েছে। তার নির্যাতনে বাধ্য হয়ে স্ত্রী সম্প্রতি তাকে আটকের অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গতকাল আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান তাকে ৫ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত সিপাতুল্লাহকে দেড় বছরের কারাদণ্ডাদেশ দেন।