মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ধীর গতির ওভার রেটের জন্য শ্রীলংকান অধিনায়ক এঞ্জেলা ম্যাথুসসহ পুরো দলকে জরিমানা করা হয়েছে। ১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেটের বিনিময়ে স্বাগতিকরা জয় তুলে তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা এনেছে লঙ্কানরা।
টেস্ট শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রড এঞ্জেলা ম্যাথুসের দলকে নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার কম করায় শাস্তিস্বরূপ জরিমানা করেন। আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫.২ ধারা অনুযায়ী ধীরগতির প্রতি ওভার রেটের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ ও অধিনায়ককে এর দ্বিগুণ জরিমানা করার বিধান রয়েছে। ম্যাথুস তার প্রতি আনীত অভিযোগ মেনে নিয়ে শাস্তি গ্রহণ করেছেন। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ৩ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।