দামুড়হুদায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা : এলাকাবাসীর প্রতিরোধ
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সময় বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী মাংস বিক্রি বন্ধ করে দেয় এবং ঘটনাটি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে জানান। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার টাকা জারিমানাসহ মাংস বিনষ্ট করার আদেশ দেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর পশ্চিমপাড়ার হামজার আলীর ছেলে গরুব্যবসায়ী আমির হোসেন গতকাল ভোরে নিজ বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করে এবং ওই গরুর মাংস বিক্রির উদ্দেশে লোকনাথপুর বাসস্ট্যান্ডে নিয়ে যায়। বিষয়টি এলাকাবাসী আঁচ করতে পেরে লোকনাথপুর বাজার কমিটির সভাপতি নূর আলম লিটনকে জানায়। তিনি বাসস্ট্যান্ডে পৌছে ওই মাংস বিক্রি বন্ধ করে দেন এবং বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে জানান। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমানকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল লোকনাথপুর বাসস্ট্যান্ডে যান এবং ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা করেন এবং ওই মাংস বিনষ্ট করার আদেশ দেন।