জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মোমিনপুর গ্রামে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক আব্দুর রব (৪৫) সোমবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্ষক আব্দুর রবকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মোমিনপুর গ্রামের সুলতান কবিরাজের ছেলে আব্দুর রবের কুনজর পড়ে প্রতিবেশী দরিদ্র কৃষকের ১০ বছরের শিশুকন্যার ওপর। সোমবার দুপুরে সে মেয়েটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষিতা মেয়েটির চিৎকারে লোকজন টের পেয়ে ধর্ষক আব্দুর রবকে হাতেনাতে আটক করে। ধর্ষিত মেয়েটির পিতা বাদী হয়ে জীবননগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এলাকাবাসী ধর্ষক আব্দুর রবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।