জীবননগর মোমিনপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ধর্ষক রব গ্রেফতার : ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা অসম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলাধীন মোমিনপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধীকে (১০) ধর্ষণ করেছে একই গ্রামের আব্দুর রব (৫০)। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ১১টার দিকে।

জানা গেছে, জীবননগর উপজেলার মোমিনপুর গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধীকে বাড়ি থেকে তাল দেয়ার নাম করে দরগাতলা মাঠে নিয়ে যায় একই গ্রামের মৃত সুলতান কবিরাজের ছেলে আব্দুর রব। পরবর্তীতে জোরপূর্বক ধর্ষণের সময় সে চিৎকার করে ওঠে। একই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী পারভিনা খাতুন মাঠে ঘাস কাটছিলেন। চিৎকার শুনে পারভিনা খাতুন এগিয়ে গেলে ধর্ষক রব পালিয়ে যায়। ধর্ষিতাকে উদ্ধার করে গ্রামে নিয়ে যান পারভিনা খাতুন। লোকজনের কাছে ঘটনা খুলে বলে। পরবর্তীতে গ্রামের উত্তেজিত জনগণ রবকে ধরে বেঁধে রেখে জীবননগর থানায় খবর দেয়। জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রবকে গ্রেফতার করে।

পরবর্তীতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। জীবননগর থানার এসআই লুৎফুল কবীর জানান, ঘটনাটি আমাদের জানালে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাটি পর্যবেক্ষণ করে রবকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। মেয়ের বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করলে রবকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। তাছাড়া মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে কোনো অবস্থাতেই সে পরীক্ষা করতে দেয়নি বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

Leave a comment