স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের জিনতলাপাড়ায় ইটের দেয়াল চাপা পড়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধা শফি উদ্দীন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের জিনতলাপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে শফি উদ্দীন পানিতে রসা ইটের দেয়াল সরাতে গেলে অপর ইটের দেয়াল তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।