চুয়াডাঙ্গায় আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর, বেগমপুর, আলোকদিয়া ও তিতুদহ ইউনিয়নের শিক্ষিত বেকার নারীদের নিয়ে কম্পিউটারে আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। গত সোমবার চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রশিক্ষণকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আলী আখতার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষক গোলাম মোস্তফা কাজল মাহমুদ ও সাংবাদিক মানিক আকবর। এ প্রশিক্ষণে চারটি ইউনিয়ন থেকে মোট ৮০ জন নারী অংশ নেন।