এমপিপুত্র রনি ফের ২ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: ঢাকার নিউ ইস্কাটনে গভীররাতে এলোপাতাড়ি ছোড়া গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে তৃতীয় দফায় দুদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রনিকে আদালতের এজলাসে উঠানো হয়। ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস আসামির কাছ থেকে খুনের মোটিভ সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে তৃতীয় দফায় ৭ দিন রিমান্ড চান।

এর আগে ২৪ জুন দ্বিতীয় দফায় রনির ৪ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে ১ জুন তাকে প্রথম দফায় ৪ দিন রিমান্ড মঞ্জুর করার হয়। ৯ থেকে ১২ জুন রিমান্ডে নেয়া হয়। প্রসঙ্গত, এ ঘটনায় ১৮ জুন রনির দু বন্ধু টাইগার কামাল ও জাহাঙ্গীর এবং ১৭ জুন কামাল মাহমুদ আদালতে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে ১ জুন রনির গাড়ির ড্রাইভার ইমরান ফকির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে রনি তার মা সংসদ সদস্য পিনু খানের বিলাসবহুল প্রাডো জিপ থেকে নেমে এলোপাতাড়ি গুলি ছোড়েন। ওই ঘটনায় গুলিবিদ্ধ দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিএনজি অটোরিকশাচালক ইয়াকুব আলী এবং মধুবাগ এলাকার রিকশাচালক আবদুল হাকিম নিহত হন।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় একটি মামলা করেন। সূত্রবিহীন এ ঘটনার তদন্ত কাজ ২৪ মে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়। প্রযুক্তি ও অন্যান্য সোর্সের মাধ্যমে রনির ব্যবহৃত গাড়িটি শনাক্ত করে তা জব্দ করে পুলিশ। একপর্যায়ে ৩১ মে রনির সাথে তার গাড়ির চালক ইমরান ফকিরকে গ্রেফতার করা হয়।

Leave a comment