ইবির নতুন রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক কাউন্সিল শাখার উপরেজিস্ট্রার এসএম আব্দুল লতিফকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রেজিস্ট্রার ড. মসলেম উদ্দনের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তাকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিনের মেয়াদ শেষ হওয়ায় এসএম আবদুল লতিফকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন বলে উপাচার্য জানান।

এসএম আবদুল লতিফ শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস ও পরে কাউন্সিল শাখার উপরেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a comment