আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে পল্লি বিদ্যুতের সংযোগ দিতে বাধা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে পল্লি বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে বিপত্তি ঘটেছে। মহিলার দাপটে সংযোগ না দিয়ে ফিরে এসেছে বিদ্যুত কর্মীরা।

জানা গেছে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জের রোয়াকুলি গ্রামের হায়াতের ছেলে আব্দুর রাজ্জাকের বাড়িতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যুত সংযোগ দিতে যায় মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির মুন্সিগঞ্জ এরিয়া অফিসের লাইনম্যানরা। এ সময় আলমডাঙ্গা জোনাল অফিসের সভাপতি খলিলুর রহমানসহ এলাকার কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত হন সেখানে। একই গ্রামের প্রতিবেশী আকরামের স্ত্রী পুটিলা বিদ্যুতের খাম্বা ধরে দাঁড়িয়ে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

সে জানায়, আমার জমিতে খাম্বা, এ খাম্বা থেকে আমি কাউকে বিদ্যুত নিতে দেবো না। সংবাদ পেয়ে এলাকার কয়েকজন সাংবাদিক উপস্থিত হয়ে ছবি তুলতে গেলে সাংবাদিকদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার সাথে যোগ দেয় অন্য একটি মহিলা। এ ব্যাপারে এলাকাবাসী জানায়, জনস্বার্থে মহল্লায় সুবিধাজনক জায়গাতে বিদ্যুতের খাম্বা দিয়ে থাকে কতৃপক্ষ। বৈদ্যুতিক খাম্বা যে কারো জায়গাতে থাকতে পারে। তাই বলে কি গ্রাহকেরা বিদ্যুত পাবে না? বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়ার ঘোষণা আছে। কিন্তু সেই নির্দেশ এমনভাবে বাধা এলে কীভাবে তা বাস্তবে রূপ নেবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে এলাকাবাসী মনে করে।

Leave a comment