আলমডাঙ্গার ঘোষবিলায় জিকে খালপাড়ের সরকারি গাছের ওপর দুর্বৃত্তচক্রের লোলুপ দৃষ্টি

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলা গ্রাম সংলগ্ন জিকে খালপাড়ের সরকারি গাছ কেটে সাবাড় করছে দুর্বৃত্তচক্র। এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা বন বিভাগের কর্মকর্তাকে অবহিত করা হলে সরেজমিনে অভিযানে নেমে দুর্বৃত্তচক্রের সদস্যদের হাতনাতে ধরে ছেড়ে দেয়ায় রহস্যজনক এ ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন?

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রাম সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ খালপাড়ে রয়েছে সরকারি বন বিভাগের রোপণকৃত গাছ। গত সোমবার ঘোষবিলা গ্রামের দুর্বৃত্তচক্রের হোতা সাবেক মেম্বার লালুর নেতৃত্বে মৃত মন্টুর ছেলে স্বপন (৪০), মৃত কাবলুর ছেলে সাগর (৩৫) ও নূরাল উদ্দিনের ছেলে দুলাল (৩৮) খালপাড়ে হানা দিয়ে মূল্যবান কয়েকটি বাবলা ও মেহগনি গাছ কেটে বিক্রির উদ্দেশে পাচার শেষে আরো গাছ কাটতে শুরু করলে কেউ কেউ আলমডাঙ্গা বন বিভাগে খবর দেয়। এ সময় সংশ্লিষ্ট বন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কর্তনকৃত গাছ ফেলে সটকে পড়ে দুর্বৃত্তদল। চোরাই গাছপালা উদ্ধার না করেই ফিরে যান সংশ্লিষ্ট বন কর্মকর্তা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দাবি তুলেছে এলাকাবাসী।